Ei Brishtite Bhije Mati | এই বৃষ্টিতে ভিজে মাটি | Mother | Manna Dey Lata Mangeshkar BENGALI SONG

এই বৃষ্টিতে ভিজে মাটি

চলো, চলে যাই তুমি আমি,

দু’জনেতে মজা করে

ভিজে আসি পাশাপাশি।

এই বৃষ্টিতে ভিজে মাটি

চলো, চলে যাই তুমি আমি,

দু’জনেতে মজা করে

ভিজে আসি পাশাপাশি।

এই বৃষ্টিতে ভিজে মাটি চলো, চলে যাই।।

এ মন যে হলো এলোমেলো

এই বৃষ্টিধারায়, পাগল হাওয়ায়

ভরিয়ে দিলো কানায় কানায়।

এই বৃষ্টিতে হৃদয় ভরে

দিলাম সবই উজাড় করে,

হারিয়ে গেলো আমার আমি

কখন মনের অগোচরে।

এই বৃষ্টিতে হৃদয় ভরে

দিলাম সবই।।

এমন ভাবে কাছাকাছি

কখনও আসিনি তুমি আমি

নিবিড় করে কখনও পাইনি।

এই বৃষ্টিতে ভিজে রাতে

একলা ঘরে অন্ধকারে,

কথা দিলাম, কথা নিলাম

তুমি আমার, আমি তোমার।

এই বৃষ্টিতে ভিজে রাতে কথা দিলাম।।

Post by Uttam Kumar

Leave a Comment